বিপিএল আমাদেরকে দিয়েছে এক ধাঁপ আধুনিকতা।

লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ৩০ নভেম্বর, ২০১৫, ০৭:৪৮:১৯ সন্ধ্যা



অনেক কাংকখীত বিপিএল উদ্বোধনেই চমক দিল অশ্লীলতা দিয়ে। কিছু নর্তকী ধরে এনে স্টেজে উঠিয়ে দেওয়া হল। তারা নগ্ন হয়ে লাখ দর্শকের সামনে লাফালাফি করল। আর আমরা তথা কথিত আধুনিকতার দিকে এক ধাপএগিয়ে গেলাম। দেখুন তার নমুনাঃ-





মাননীয় অর্থ মন্ত্রী একজন বয়োজ্যেষ্ট বক্তি। তিনি এই বয়সেও আমাদেরকে মচৎকার বাইজি নৃত্য উপহার দিলেন। আমরা কুটি কুটি দর্শক উপভোগ করলাম নগ্ন নারীর নাচ।

শুধু এখানেই থেমে নেই- বিপিএল আমাদের জন্য আনলিমিটেড বিনোদনের ব্যবস্থা করেছে। খেলার আগে পরে এবং মাঝে ও রেখেছে নগ্ন নারীর উপস্থাপনা।

মন্তব্যঃ কে কি ভাবছেন জানিনা। তবে আমি ভাবছি - আমরা আধুনিক হয়েছি। অনেক বেশী আধুনিক। এর ধারাবাহিকতা বজায় থাকলে হয়তো খুব শীঘ্রই আমাদেরকে কাপড় কেনার চিন্তা করতে হবে না।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352195
৩০ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫৩
হাফেজ আহমেদ লিখেছেন : দিনকে দিন কুকুরের মত আধুনিক হয়ে যাচ্ছে কিছু চেতনা ব্যাবসায়ী
352212
৩০ নভেম্বর ২০১৫ রাত ১০:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খেলা হবে ক্রিকেট আর দেখান হলো নৃত্য!
352220
৩০ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৪
জাইদী রেজা লিখেছেন : খুব শীঘ্রই আমাদেরকে কাপড় কেনার চিন্তা কনতে হবে না। ধন্যবাদ
352643
০৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫২
সচেতন মুসলিম লিখেছেন : সম্ভবত এই কারনেই আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা লীগ খেলেননা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File